শরীয়তপুর পোর্টাল

শরীয়তপুর জেলার সাধারণ তথ্য পোর্টাল
Home » » জাজিরা উপজেলা নামকরণের র্ইতিহাস

জাজিরা উপজেলা নামকরণের র্ইতিহাস

Written By শরীয়তপুর পোর্টাল on বুধবার, ৪ নভেম্বর, ২০১৫ | ৭:৫৭ AM


শরীয়তপুর জেলার অন্যতম জাজিরা উপজেলা ।
নামকরণ: জাজিরার নামকরন সম্পর্কে সুস্পষ্ট কোন তথ্য জানা নেই। জাজিরা মুলত পদ্মা নদীর একটি চর। আরবিতে জাজিরা جزيرة অর্থ- দ্বীপ। এ শব্দ হতেই পূরোনো যুগের কোন মুসলিম নেতা এর নাম লিখেছিলেন মর্মে কথিত আছে। আরবী ভাষায় দ্বীপকে বলা হয় জাজিরা। দ্বীপ আর চরকে সমার্থক ভেবে ভুমি জরিপের সময় হয়তো জাজিরা নামে চিহ্নিত করা হয়েছে।.
জেলা সদর হতে ১২ কি.মি উত্তর পশ্চিমে অবস্থিত। বিশ্ব মানচিত্রের ২৩.১৬ ও ২৩.২৭ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৯০.১৩ হতে ৯০.২৬ পূর্ব দ্রাঘিমার রেখার মধ্যে জাজিরা অবস্থিত।
1973 সালে প্রকাশিত ‘বাংলা বিশ্বকোষ’ গ্রন্থে মাদারীপুরের যে 09 টি থানার উল্লেখ রয়েছে তাতে জাজিরার নাম রয়েছে। ১৯৮৩ সালে ২৪মার্চ শহীদ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ বীরশ্রেষ্ঠ এর মাতা মোসাঃ মফিদুন্নিসা জাজিরা উপজেলা উদ্বোধন করেন।
আয়তন: ২৩৯.৫৩ বর্গ কিমি। অবস্থান: ২৩°১৫´ থেকে ২৩°২৭´ উত্তর অক্ষাংশ এবং ৯০°১৩´ থেকে ৯০°২৬´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলা, দক্ষিণে শরিয়তপুর সদর ও নড়িয়া উপজেলা, পূর্বে নড়িয়া উপজেলা, পশ্চিমে শিবচর ও মাদারীপুর সদর উপজেলা।
Share this article :

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. শরীয়তপুর জেলাতথ্য - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Premium Blogger Template